বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

রাজশাহীতে দুই ট্রেনের সংঘর্ষ, ট্রেন চলাচল বিঘ্নিত

বৈশাখী প্রতিবেদক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ০৯:৪৭ পিএম

রাজশাহী রেলওেয়েতে ঢালারচর এক্সপ্রেসের সাথে চাঁপাইনবাবগঞ্জগামী বনলতার খালি দুটো বগির পাশাপাশি সংঘর্ষ সংঘটিত হয়।

মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার সময় রেলওেয়ের ৬ নাম্বার প্লাটফর্মে ট্রেনের সানটিং করার সময়ে এ দুর্ঘটনাটি ঘটে।

এতে রাজশাহী থেকে চাপাইনবাবগঞ্জ ছেড়ে যাওয়া বনলতা ও রাজশাহী থেকে ঈশ্বরদীগামী কমিউটার এক্সপ্রেস ট্রেনটি ৪ ঘন্টা বিলম্বিত হয়। চাপাইনবাবগঞ্জ ও পাবনার ঈশ্বরদী যাওয়ার যাত্রীরা বিলম্ব হওয়ার কারণে টিকেট ফিরিয়ে টাকা নিতে পারবেন বলে ঘোষণা করে পশ্চিমাঞ্চল রেল কর্তৃপক্ষ।

তবে ঢালারচর ট্রেনটির দুটি বগি রেখে সময়মত স্টেশন ত্যাগ করে। এ দূর্ঘটনায় কোনো হতাহত হয়নি। পাশাপাশি সংঘর্ষ হওয়ার বনলতা ও কমিউটারের একটি করে বগি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। দু'টো ট্রেনের চারটি বগির মধ্যে তিনটি বগি লাইনে তোলা হয়েছে। বাকি একটি লাইনে তুলে সরানোর প্রক্রিয়া চলমান।

স্টেশন কর্তৃপক্ষ বলছেন, ট্রেন লাইন মেরামতের কার্যক্রম চলমান রয়েছে। আশা করা যাচ্ছে আনুমানিক ৯টার মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলেও জানান রেল কর্তৃপক্ষ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সরাইলে পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নেয়ায় উত্তেজনা
সরাইলে পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নেয়ায় উত্তেজনা
উজিরপুরে কামড় দেয়া সাপ নিয়ে হাসপাতালে গৃহবধূ
উজিরপুরে কামড় দেয়া সাপ নিয়ে হাসপাতালে গৃহবধূ
এখনও পুলিশ প্রহরায় পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয় : অতিরিক্ত সচিব
এখনও পুলিশ প্রহরায় পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয় : অতিরিক্ত সচিব
শেরপু‌রে মসজিদে ঢুকে ভাংচুর, গ্রেফতার ২
শেরপু‌রে মসজিদে ঢুকে ভাংচুর, গ্রেফতার ২