
মুন্সীগঞ্জে ‘দৈনিক কালবেলা’ পত্রিকার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গত মঙ্গলবার ( ২১অক্টোবর) দুপুর ১২ টার প্রেসক্লাবের সফিউদ্দিন মিলনায়তনে এই প্রতিষ্ঠাবার্ষিকী পালন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী সরকারী হরগঙ্গা কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমুন নাহার।
দৈনিক কালবেলার প্রতিনিধি মোজাম্মেল হোসেন সজলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর বাছির উদ্দিন জুয়েল, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা আহ্বায়ক মো. আরিফ উল ইসলাম, নিরাপদ সড়ক চাই মুন্সীগঞ্জের সভাপতি ও সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান টিপু, বৈশাখী টিভির প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক মাহবুবুল আলম লিটন, মুন্সীগঞ্জ প্লেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সভাপতি সোনিয়া হাবিব লাবনী, মাই টিভির জেলা প্রতিনিধি শেখ মোহাম্মদ রতন,
প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক হাসান জুয়েল, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মাসুদ রানা, নিউজ ২৪-এর স্টাফ করেসপন্ডেন্ট শুভ ঘোষ, যমুনা টিভির স্টাফ করেসপন্ডেন্ট আরাফাত রায়হান সাকিব, শিক্ষক ও সংগঠক মোহাম্মদ জুনায়েদ, মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী বিপ্লব, সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মো. জসিম, সাংবাদিক শাহনাজ হীরা, বাংলাদেশ বেতারের প্রতিনিধি নাজমুল হাসান ছোটন, দৈনিক কালবেলার মুন্সীগঞ্জ সদর প্রতিনিধি আবু সাঈদ সৌরভ, সংস্কৃতিকর্মী গোবিন্দ মন্ডল, মো. আলমগীরসহ আরও অনেকে। দৈনিক কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভ কামনা জানিয়ে ও উত্তরোত্তর সফলতা কামনা করেন আলোচকবৃন্দ।
মন্তব্য করুন