
কক্সবাজার শহরের কলাতলী এলাকায় আবাসিক হোটেলে এক পর্যটকের মৃত্যু হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য দুই নারীসহ চারজনকে আটক করেছে পুলিশ। মৃত মোহাম্মদ রুবেল (৪২) নওগাঁ জেলার মহাদেবপুর এলাকার আব্দুস লতিফের ছেলে। আটকরা হল- মৃত মোহাম্মদ রুবেলের বন্ধু মো. মামুন (৪৮) ও মো. মোতালেব (৩৬) এবং কক্সবাজার জেলার স্থানীয় বাসিন্দা মর্জিনা আক্তার (১৮) ও সাবিনা আক্তার (১৭)।
হোটেল কর্তৃপক্ষের বরাতে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইলিয়াছ খান বলেন, গত ১৫ অক্টোবর নওগাঁ থেকে মোহাম্মদ রুবেল প্রাইভেট কার যোগে চালকসহ কক্সবাজার ঘুরতে আসেন। ওইদিন তারা কলাতলী হোটেল-মোটেল জোনের আবাসিক হোটেল হাইপেরিয়ান হোয়াইট প্যালেস ওঠেন। পরে চালক ফিরে গেলেও রুবেল কক্সবাজার অবস্থান করছিলেন। এরই মধ্যে গত ২০ অক্টোবর নওগাঁ থেকে তার ৪ বন্ধু কক্সবাজার এসে ওই হোটেলটিতে উঠেন। গতকাল মঙ্গলবার রাতে হাইপেরিয়ান হোয়াইট প্যালেস হোটেলের ৪০৭ নম্বর কক্ষে মোহাম্মদ রুবেল বন্ধুদের নিয়ে অবস্থান করছিলেন। ভোররাতের দিকে তিনি অসুস্থতা বোধ করছিলেন। পরে ওই কক্ষে অবস্থানকারি নারীসহ অন্য বন্ধুরা তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। এসময় জরুরি বিভাগের চিকিৎসক মোহাম্মদ রুবেলকে মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল হোটেলটি পরিদর্শন করে। পরে হাসপাতাল থেকে পুলিশ পর্যটকের মৃতদেহ উদ্ধার করেছে। এসময় হাসপাতাল থেকে ওই পর্যটককে নিয়ে আসা দুই নারী এবং তার দুই বন্ধুকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। পর্যটকের মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া না গেলেও পুলিশ প্রাথমিকভাবে অতিরিক্ত মদ্যপানের মৃত্যু হয়েছে বলে ধারণার কথা বলেন ইলিয়াছ খান। তিনি জানান, মৃতের লাশ ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
মন্তব্য করুন