
		শেরপুর জেলা প্রশাসনের আয়োজনে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে ‘রোবটিক্স ওয়ার্কশপ’ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) শহরের ডাঃ সেকান্দর আলী কলেজের হলরুমে দিনব্যাপী অনুষ্ঠিত এ ওয়ার্কশপ ঢাকার রোবডেমি কারিগরি সহযোগিতায় বাস্তবায়ন করা হয়।
শহরের ডাঃ সেকান্দর আলী কলেজ, ইদ্রিসিয়া কামিল মাদ্রাসা, কালেক্টরেট স্কুল, শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২ শতাধিক শিক্ষার্থী রোবটিক্স ওয়ার্কশপে অংশগ্রহণ করেন।
এ সময় শিক্ষার্থীরা রোবট এর পরিচয়সহ বিভিন্ন বিষয় জানতে পারে। যেমন-রোবট শব্দের অর্থ ও উৎপত্তি রোবটিক্স-রোবট তৈরির বিজ্ঞান ও প্রযুক্তি রোবট কিভাবে কাজ করে, দৈনন্দিন জীবনে রোবটের ব্যবহার, রোবটের মূল অংশসমূহ যেমন, সেন্সর-তথ্য সংগ্রহ করে, মোটর-চলাচল নিয়ন্ত্রণ করে, মাইক্রোকন্ট্রোলার-মস্তিষ্কের কাজ করে, পাওয়ার সাপ্লাই-শক্তি যোগায় সফটওয়্যার- নির্দেশনা দেয় ইত্যাদি।
এছাড়াও রোবটের ধরণ, হিউম্যানয়েড রোবট, ইন্ডাস্ট্রিয়াল রোবট, সার্ভিস রোবট, এডুকেশনাল রোবট, রোবটিক্সে ব্যবহৃত জনপ্রিয় কন্ট্রোলার, স্লাইড ৭: কোডিং ও রোবট কন্ট্রোল, প্রোগ্রামিং ভাষার ভূমিকা, ব্লক কোডিং বনাম টেক্সট কোডিং, সেন্সর ইনপুট-কোড প্রসেস-মোটর আউটপুট ইত্যাদি বিষয়ে প্রত্যক্ষ হাতে-কলমে শেখানো হয়।
কো-অর্ডিনেটর মাওলানা মিনহাজ উদ্দিনের সঞ্চালনায় ডাঃ সেকান্দর আলী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সামছুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়ার্কশপে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
এছাড়া বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমল ও ডাঃ সেকান্দর আলী কলেজের শিক্ষক প্রতিনিধি শফিউল আলম চান।
এ সময় রোবডেমি একাডেমির প্রতিনিধি ফজলে এলাহি তন্ময়, নোমান, রনজিতসহ বিভিন্ন স্কুলের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন