মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

বৈশাখী প্রতিবেদক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ০৯:৩৩ পিএম

নারায়ণগঞ্জে ১১ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আবু হানিফ (৩০) নামে এক যুবকে পিটিয়ে দিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নারায়ণগঞ্জ শহরের খানপুরে হামলার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়। নিহত হানিফ বাগেরহাটের শরণখোলার আবুল কালামের ছেলে। পেশায় নিরাপত্তা প্রহরী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গত দেড় বছর ধরে খানপুরে জিতু ভিলার নিরাপত্তা প্রহরীর কাজ করে আসছে আবু হানিফ। সোমবার দুপুরে আবু হানিফের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে এলাকার কয়েকজন যুবক তাকে ঘর থেকে তুলে নিয়ে যায়। এরপর খানপুর জোড়া ট্যাংকির সামনে নিয়ে পিটিয়ে আহত করে।

পরে গুরুতর আহত অবস্থায় হানিফকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে আটটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

সদর থানার ওসি মোহাম্মদ নাছির বলেন, থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগ না করেই ওই যুবকে পিটিয়ে হত্যা করা হয়। নিহতের শরীরে ও মাথায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানান ওসি।

এদিকে নিহতের স্বজনদের অভিযোগ খানপুর এলাকার অভিসহ কয়েকজন যুবক আবু হানিফকে ধর্ষণের অভিযোগে ধরে নিয়ে টাকা আদায়ের চেষ্টা করে। টাকা না দেয়ায় তাকে পিটিয়ে হত্যা করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শেরপুরে নায়ক সালমান শাহ্ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন 
শেরপুরে নায়ক সালমান শাহ্ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন 
বয়স জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে বিজিএফসিএলের দুই সাবেক শীর্ষ কর্মকর্তা আটক
বয়স জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে বিজিএফসিএলের দুই সাবেক শীর্ষ কর্মকর্তা আটক
শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব, ককটেল বিস্ফোরণ আহত ৫
শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব, ককটেল বিস্ফোরণ আহত ৫
কুষ্টিয়ায় পদ্মাচরে সন্ত্রাসী বাহিনীর হাতে নিহত লিটনের পরিবার ও স্থানীয়দের মানববন্ধন
কুষ্টিয়ায় পদ্মাচরে সন্ত্রাসী বাহিনীর হাতে নিহত লিটনের পরিবার ও স্থানীয়দের মানববন্ধন