
		উজিরপুরে নৌকা বাইচ প্রতিযোগিতা উপলক্ষে এক প্রস্তুতি সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ সভা কক্ষে আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা ১১-৩০ মিনিটে ওই সভার আয়োজন করা হয়। সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত ওই সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি মহেশ্বর মন্ডল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম, উজিপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুস সালাম, গৌরনদী হাইওয়ে থানা অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান, বিএনপির সিনিয়র সহ-সভাপতি এস এম আলাউদ্দিন,উজিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইনচার্জ আ. রশিদ , উজিরপুর উপজেলা যুবদলের সভাপতি আ ফ ম শামসুদ্দোহা আজাদ,সিনিয়র শিক্ষক মনিরুজ্জামান লিখন, পৌর যুবদলের আহবায়ক শাহাবুদ্দিন আকন সাবু, সাংবাদিক মাহফুজুর রহমান মাসুম, ছাত্র সমন্বয়ক রিয়াজ হোসেন,সাংবাদিক গোলাম মোস্তফা আকাশ, নাজমুল হক মুন্না সাংবাদিক কাওছার হোসেন ও প্রমূখ।
সভায় জানানো হয় আগামী ৩০ অক্টোবর দিনব্যাপী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। শিকারপুর শেরে বাংলা ডিগ্রী কলেজ সন্ধ্যা নদী থেকে নৌকা বাইচ শুরু হয়ে পৌরসভায় অবস্থিত ঢাকা বরিশাল মহাসড়কের সন্ধ্যা নদীর উপর নির্মিত ৯ নং সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজর এম এ জলিল সেতু সংলগ্ন সীমান্তে ওই আয়োজন সমাপ্ত হবে।
নৌকা বাইচ প্রতিযোগিতা দুর্ঘটনা মুক্ত ও সুরক্ষিত রাখতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা আইনশৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে সহযোগিতা কামনা করেন। একই সাথে তরুণদেরকে মাদক থেকে দূরে রাখতে ও উপজেলা সর্বস্তরের মানুষের চিত্ত বিনোদনের এই ধারাবাহিকতা রাখার আহ্বান জানান।
নৌকা বাইচ প্রতিযোগিতায় সার্বিক সহযোগিতা করবেন বেসরকারি সরকারি প্রতিষ্ঠান আভাস। প্রতিষ্ঠানের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠান টির ফোকাল পার্সন মো. শহিদুল ইসলাম শিশির, প্রজেক্ট অফিসার প্রদীপ দাস। এছাড়াও উজিরপুর উপজেলা প্রশাসনের বিশেষভাবে সহযোগিতা করবে শিল্প প্রতিষ্ঠান জেভিন ফ্যান লিমিটেড। জেবিন ফ্যান লিমিটেডের পক্ষে উপস্থিত বিশিষ্ট ক্রীড়াবীদ ও রূপায়ণ সংস্কৃতিক সংঘের ক্রীড়া সম্পাদক মোহাম্মদ আব্বাস তালুকদার, প্রতিষ্ঠানটির ক্রীড়া বিষয়ক সংগঠক মো. মাসুম বিল্লাহ রিপন। এছাড়াও ঐতিহ্যবাহী নৌকা বাইচটি বাংলাদেশ জাতীয় জাদুঘর আর্থিক সহযোগিতা করবেন করবেন।
মন্তব্য করুন