
		বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রখ্যাত চিকিৎসক ডাক্তার জোবায়দা রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের শুভ জন্মদিন উপলক্ষে কোরআন খতম, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) বাদ যোহর বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদে পরিবার বর্গের আয়োজনে এই জন্মদিন পালন করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, সাবেক সভাপতি সাইফুল ইসলাম ও পরিবার বর্গের পক্ষ থেকে সৈয়দ আমিনুল হক দেওয়ান সজলসহ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন