
		নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর উপর নির্মাণাধীন কদমরসুল সেতু নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) বিকেল সাড়ে তিনটায় বন্দরের সিএসডি গেট সংলগ্ন এলাকায় বন্দর উন্নয়ন ফোরামের ব্যানারে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন শ্রেনি পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, স্বাধীনতার ৫৪ বছরে বন্দরবাসী উন্নয়ন বঞ্চিত। ঝড়-বৃষ্টি প্রাকৃতিক দুর্যোগের মধ্যে প্রতিদিন লক্ষাধিক বন্দরবাসীকে নদী পার হতে হয়। শীতলক্ষ্যা সেতুর নকশা ২০১৮ সালে অনুমোদন করা হলেও অবৈধ দখলদার ও একটি মহল শহরের যানজটের ইস্যুতে ষড়যন্ত্র করছে। বিদ্যমান নকশায় দ্রত শীতলক্ষ্যা সেতুর কাজ বাস্তবায়ন করা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারী দেন বক্তারা।
এতে বক্তব্য রাখেন মডেল গ্রপের ব্যবস্থপনা পরিচালক মাসুদুজ্জামান মাসুদ, বন্দর উন্নয়ন ফোরামের আহবায়ক হাফেজ কবির হোসাইন, আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী নুরুদ্দিন, গণসংহতির জেলা সমন্বয়ক তরিকুল সুজন, এডভোকেট শরীফুল ইসলাম শিপলু, বন্দর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, সাংবাদিক লতিফ রানাসহ আরো অনেকে।
মন্তব্য করুন