
চট্টগ্রামে ট্রাকসহ ইলিশ মাছ ডাকাতি মামলার আসামী মোঃ রুবেল (৩৯)-কে গ্রেফতার করেছে র্যাব-৭।
শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাটহাজারী থানার হাটহাজারী বাস স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। মোঃ রুবেল জেবল হোসেনের ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে, চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার মামলা নং-৪(৫)১৪ জিআর নং ৫১/১৪, দায়রা মামলা নং-১৮৩২/১৫ ধারা-৩৯৫/৩৯৭, পেনাল কোড ১৮৬০ মামলার অস্ত্রসহ ডাকাতি মামলার গ্রেফতারি পরোয়ানা ভুক্ত আসামি মোঃ ফোরকান উদ্দিন প্রকাশ রুবেল হাটহাজারী থানা এলাকায় অবস্থান করেন।
র্যাব-৭ গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন