বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

বান্দরবানের থানচিতে ভয়াবহ অগ্নিকান্ড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০১ জানুয়ারি ১৯৭০, ০৬:০০ এএম
আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, ০৫:২৭ পিএম

বান্দরবানে থানচিতে ভয়াবহ অগ্নিকান্ডের ১৩টি দোকানপাট পুড়ে গেছে। গতকাল শনিবার দিবাগত-রাত দুটায় থানচি বলিবাজারে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, রাত গভীরে বাজারের অমল নামে চায়ের দোকানে চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। সেখান থেকে একে একে ছড়িয়ে পড়লে ১৩টি দোকানপাট পুড়ে যায়।

পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছালে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। ক্ষতিগ্রস্তরা জানান, ২০২০ সালে ভয়াবহ অগ্নিকান্ডের প্রায় ১০০টি দোকান পুড়ে যায়। এতে সরকার থেকে কোন রকমে সহায়তা পাইনি। গতকাল রাতেও আগুনে ১৩টি দোকান পুড়ে গেছে। এই ভয়াবহ অগ্নিকাণ্ডের প্রায় কয়েক কোটি টাকা ক্ষতি হয়েছে জানান ক্ষতিগ্রস্থরা। এদিকে সরকারের সহায়তা পাশাপাশি উন্নত মানের বাজার শেড নির্মানের দাবি জানান ক্ষতিগ্রস্তরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সরাইলে পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নেয়ায় উত্তেজনা
সরাইলে পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নেয়ায় উত্তেজনা
উজিরপুরে কামড় দেয়া সাপ নিয়ে হাসপাতালে গৃহবধূ
উজিরপুরে কামড় দেয়া সাপ নিয়ে হাসপাতালে গৃহবধূ
এখনও পুলিশ প্রহরায় পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয় : অতিরিক্ত সচিব
এখনও পুলিশ প্রহরায় পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয় : অতিরিক্ত সচিব
শেরপু‌রে মসজিদে ঢুকে ভাংচুর, গ্রেফতার ২
শেরপু‌রে মসজিদে ঢুকে ভাংচুর, গ্রেফতার ২