বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

নারায়ণগঞ্জে নকল সস তৈরীর কারখানায় অভিযান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০১ জানুয়ারি ১৯৭০, ০৬:০০ এএম
আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, ০৭:০৬ পিএম

নারায়ণগঞ্জে নকল সস তৈরীর জন্য একটি প্রতিষ্ঠানে র‌্যাব, পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রসাশনের যৌথ অভিযান চালানো হয়েছে। আজ রোববার (২৬ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লা সস্তাপুর এলাকায় অনুমোদনবিহীন আজমেরী কনজুমার ফুড কোম্পানি লিমিটেড কারখানায় এই অভিযান চালানো হয়। এসময় বিপুল পরিমাণ নকল সস জব্দ করা হয়। সেই সাথে এক লাখ টাকা জরিমানা করে কারখানার বন্ধ করে দেয়া হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-১১ এর সিনিয়র সহকারি পুলিশ সুপার আল মাসুদ খান। এসময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জের কর্মকর্তারা।

অভিযান শেষে র‌্যাব-১১ এর কর্মকর্তা জানান, দীর্ঘদিন ধরে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রাসায়নিক ও রং দিয়ে অবৈধভাবে সস তৈরীর কারখানায় অভিযান পরিচালনা করা হচ্ছে। আজ গোপন সংবাদের ভিত্তিতে এখানে অভিযান পরিচালনা করা হয়। ক্ষতিকর এই সস নগরীর কালীরবাজার ও দিগুবাবুর বাজার সহ বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছিল বলে জানিয়েছেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সরাইলে পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নেয়ায় উত্তেজনা
সরাইলে পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নেয়ায় উত্তেজনা
উজিরপুরে কামড় দেয়া সাপ নিয়ে হাসপাতালে গৃহবধূ
উজিরপুরে কামড় দেয়া সাপ নিয়ে হাসপাতালে গৃহবধূ
এখনও পুলিশ প্রহরায় পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয় : অতিরিক্ত সচিব
এখনও পুলিশ প্রহরায় পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয় : অতিরিক্ত সচিব
শেরপু‌রে মসজিদে ঢুকে ভাংচুর, গ্রেফতার ২
শেরপু‌রে মসজিদে ঢুকে ভাংচুর, গ্রেফতার ২