
পুরান ঢাকার বংশাল থানা এলাকার আগামীমাসি লেনে প্রেমিকার বাসার সিঁড়িতে প্রেমিক মো. সজিবের লাশ উদ্ধারের ২৪ ঘন্টা পরও থানায় মামলা বা অভিযোগ দায়ের হয়নি। আজ রোববার সন্ধ্যায় ৯৩/১ আগামাসি লেনে হুমায়ুন কবিরের বাড়ির চারতলার সিড়িতে গলায় জিআই তার পেচানো অবস্থায় বংশাল থানা পুলিশ সজিবের লাশ উদ্ধার করে।
আজ বিকেলে ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।সজিবের মৃত্যুর রহস্য উদঘাটনে বংশাল থানা পুলিশ সজিবের প্রেমিকা খাদিজা ও তার মা ফরিদা বেগম কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
মন্তব্য করুন