
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে লক্ষ্মীপুরে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (২৭ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুরের উত্তর তেমুহনী থেকে জেলা যুবদলের উদ্যোগে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দক্ষিণ তেমুহনী এলাকায় এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
আয়োজিত অনুষ্ঠানে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলার প্রদর্শনীর পাশাপাশি যুবদলের বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, বিএনপির সহ-শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন নিজান, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি আবদুল আলীম হুমায়ুন ও সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, সকল অপশক্তি ও ষড়যন্ত্র প্রতিহত করে আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করা এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে যুবদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবে। বক্তারা আরও জানান, জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও ৩১ দফা বাস্তবায়নে যুবদল রাজপথে থাকবে।
মন্তব্য করুন