
		যশোরের শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানার ঘিবা গ্রাম থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।সোমবার সকালে উক্ত গ্রামের আরজু রহমানের পুকুর থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।এলাকাবাসীরা জানান,বেনাপোল-ঘিবা সড়কের আরজু রহমানের পুকুরে একটি লাশ ভাসতে দেখে পুলিশ কে খবর দেওয়া হয়।
পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করেন।এলাকাবাসীদের দাবি তাকে কেউ মেরে পুকুরে ফেলে রেখে গেছে।বেনাপোল পোর্ট থানার এসআই মানিক বলেন এলাকাবাসী মাধ্যমে খবর পেয়ে আমি সহ পুলিশের একটি টিম সেখানে গিয়ে লাশ উদ্ধার করি। পরে ময়না তদন্তের জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।তার পরিচয় পাওয়া যায়নি।খোঁজ খবর নেওয়া হচ্ছে।
মন্তব্য করুন