
		ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, জুলাই বিপ্লবকে ব্যাবহার করে একটা শ্রেনী নিজেদের আখের গোছানো ও সম্পদের পাহাড় গড়ার নেশায় মগ্ন হয়েছে বলে মন্তব্য করেছেন। আজ সোমবার দুপুরে রংপুর কারমাইকেল কলেজে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। শিবির সভাপতি বলেন, আবু সাইদের প্রজন্ম বেঁচে থাকতে কাউকে জুলাই নিয়ে ব্যাবসা করতে দেওয়া হবে না। আবু সাইদ সহ সকল শহীদের স্বপ্ন পূরণ করবেন তারা।
জাহিদুল ইসলাম বলেন, শেখ হাসিনা ক্ষমতায় এসে দেশপ্রেমিক সেনা অফিসারদের হত্যা, আলেম ওলামাদের হত্যাসহ অনেক হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবার রহমান বেলাল, রংপুর মহানগর শিবির সভাপতি নুরুল হুদা সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
মন্তব্য করুন