মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

কলেজ ছাত্রকে অপহরণ করে নির্যাতন, লাইফ সাপোর্টে থাকার পর মৃত্যু

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ০৮:০৭ পিএম
আপডেট : ২৭ অক্টোবর ২০২৫, ১০:৩৯ পিএম

কুমিল্লার বুড়িচং উপজেলায় কলেজ ছাত্রকে অপহরণ করে নির্মমভাবে মারধর করে গুরুতর আহত করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৬ দিন লাইফ সাপোর্টে থাকার পর সোমবার (২৭ অক্টোবর) সকালে মারা যান তোহিন। ওই শিক্ষার্থী বাহেরচর গ্রামের মো. মোসলেম উদ্দিনের ছেলে। এই ঘটনায় শিক্ষার্থীর মা ফেরদৌসী আক্তার গত ২৩ অক্টোবর বুড়িচং থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। এ ঘটনায় ৪ জনসহ কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

তারা হলেন মো. সাইফুল ইসলাম (বাবু), পিতা মৃত আবুল খায়ের, মো. নাফিজ উদ্দিন, পিতা মো. সাইফুল ইসলাম (বাবু)। মো. জহির, পিতা মৃত সিদ্দিকুর রহমান। আবদুল আলিম, পিতা মৃত আবদুর রহমান।

ফেরদৌসী আক্তার অভিযোগে জানান, তার ছেলে তোহিন (১৯) বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। পূর্ববিরোধের জেরে অভিযুক্তরা দীর্ঘদিন ধরে তার ছেলেকে হত্যার হুমকি দিয়ে আসছিল। গত ২০ অক্টোবর রাত ৮-৩০ মিনিটে শ্রীপুর গ্রামের কামাল মিয়ার বাড়ির সামনে প্রথমে তোহিনকে জোরপূর্বক একটি গাড়িতে তুলে নিয়ে যায় অভিযুক্তরা। এরপর ১নং অভিযুক্ত সাইফুল ইসলামের বাড়ির পূর্ব পাশের বিল্ডিং ঘরে নিয়ে গিয়ে লোহার রড ও এসএস পাইপ দিয়ে এলোপাথাড়ি মারধর করে। এতে তুহিনের হাত-পা ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। পরে সে বাঁচাও বাঁচাও চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসে। এ সময় অভিযুক্তরা তার মোবাইল ফোনটি ছিনিয়ে নেয় এবং তার বাবা-মাকে প্রাণনাশের হুমকি দেয়।

স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত অবস্থায় তোহিনকে প্রথমে বুড়িচং সরকারি হাসপাতালে এবং পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, সেখানে তিনি লাইফ সাপোর্টে ৬ দিন চিকিৎসার পর সোমবার মারা যান।

স্থানীয়সূত্রে জানা যায়, ইতালি প্রবাসী মো. সাইফুল ইসলাম (বাবু) আওয়ামী লীগের কর্মকাণ্ডের সাথে জড়িত। ইতালি থেকে ছুটিতে এসে এলাকায় সন্ত্রাসী বাহিনী গড়ে তোলেন। ওই বাহিনীর মাধ্যমে সকল সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে তারা। ভুক্তভোগী পরিবারের দাবি, ঘটনাটি পরিকল্পিতভাবে সংঘটিত হয়েছে, ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক জানান, অভিযোগ দায়েরের সাথে সাথে মামলাটি রুজু করা হয়। আসামিদের গ্রেফতারের সর্বোচ্চ চেষ্টা চলছে। আসামি সাইফুল ইসলাম যেন পালিয়ে যেতে না পারে সেজন্য বিষয়টি খুব গুরুত্বের সাথে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শেরপুরে নায়ক সালমান শাহ্ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন 
শেরপুরে নায়ক সালমান শাহ্ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন 
বয়স জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে বিজিএফসিএলের দুই সাবেক শীর্ষ কর্মকর্তা আটক
বয়স জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে বিজিএফসিএলের দুই সাবেক শীর্ষ কর্মকর্তা আটক
শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব, ককটেল বিস্ফোরণ আহত ৫
শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব, ককটেল বিস্ফোরণ আহত ৫
কুষ্টিয়ায় পদ্মাচরে সন্ত্রাসী বাহিনীর হাতে নিহত লিটনের পরিবার ও স্থানীয়দের মানববন্ধন
কুষ্টিয়ায় পদ্মাচরে সন্ত্রাসী বাহিনীর হাতে নিহত লিটনের পরিবার ও স্থানীয়দের মানববন্ধন