
		কক্সবাজারের পেকুয়ায় দিন ব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্পসহ জনসেবা মুলুক বিভিন্ন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (২৬ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলার রাজাখালী জমিদার বাড়ীতে লায়ন্স ক্লাব অব চট্টগ্রামের আয়োজনে রাজাখালীর প্রখ্যাত জমিদার এজেএম গিয়াস উদ্দিন চৌধুরীর তত্ত্বাবধানে এ ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
লায়ন্স ক্লাব অব চট্টগ্রামের এ উদ্যেগের সাথে সহযোগী সংগঠন হিসেবে ফ্রি এ মেডিকেল ক্যাম্পে যুক্ত ছিলেন লিও ক্লাব অব চট্টগ্রাম, এরোস্টোক্রেসি ক্যামব্রিয়ান। দিনব্যাপি এ কর্মসূচীর মধ্যে খৎনা, চক্ষু চিকিৎসা, ব্লাড গ্রুফ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা,মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ, লাইব্রেরি উদ্ভোধন, গাইনী/স্ত্রীরোগের বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে চিকিৎসার প্রদান, ফ্রি ওষুধ বিতরণ, প্রশিক্ষণ প্রাপ্তদের মাঝে চেক ও সেলাই মেশিন বিতরণ,খাবার বিতরণ,হেলথ এন্ড হাইজিন,বৃক্ষ রোপন, মোহাম্মদিয়া এতিমখানায় অর্থ সহায়তার চেক বিতরণ এবং যৌতুক বিহীন বিয়ের আয়োজন।
বিশেষ এ কর্মসূচীতে পরিদর্শন করেন একুশে পদকপ্রাপ্ত দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম এর গভের্নর, লায়ন্স ক্লাব অব চট্টগ্রামের প্রেসিডেন্ট রেবেকা নাসরিন, প্রখ্যাত জমিদার এজেএম গিয়াস উদ্দিন চৌধুরী, লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম বিভিন্ন মানবিক কাজের পাশাপাশি কয়েক বছর ধরে যৌতুকমুক্ত বিয়ের আয়োজন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় রাজাখালীতে এক দম্পতির যৌতুকমুক্ত বিয়ের আয়োজন করেন তারা। এতে অংশ নেওয়া বর-কনে অস্বচ্ছল পরিবার থেকে আসা। এই অস্বচ্ছল পরিবারের দুশ্চিন্তা লাঘবে বিনা খরচে বিয়ের আয়োজনসহ নবদম্পতিকে স্বাবলম্বী করতে অর্থ সহায়তা ও জীবিকার ব্যবস্থা করে দেন লায়ন্স ক্লাব।
মন্তব্য করুন