
		আশুলিয়ায় ভাড়া বাসা থেকে এক শ্রীলঙ্কান নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক ধারনা পুলিশের। মরদেহ ময়ণাতদন্তে পাঠিয়েছে পুলিশ। আজ বুধবার বিকেলে আশুলিয়ার নবীনগরের এক আবাসিক এলাকার ভাড়া ফ্ল্যাট থেকে সানাত সুজিবা নামে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। তিনি ডিইপিজেডের একটি কারখানায় কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, বিকেলে ফোনে কল করে না পাওয়ায় সানাত সুজিবা'র ফ্ল্যাটে যায় বন্ধুরা। ফ্ল্যাটে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। ব্যাক্তিগত কারনে আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিক ধারনা পুলিশের। মরদেহের ময়ণাতদন্তের প্রতিবেদন পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানায় পুলিশ।
মন্তব্য করুন