
বাংলা গানের কিংবদন্তি শিল্পী ও সুরকার শচীন দেব বর্মণের ১১৯তম জন্মদিন উপলক্ষে কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা এলাকায় তাঁর জন্মভিটায় দুই দিনব্যাপী ‘শচীন মেলা’র আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন ও স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে আজ বৃহস্পতিবার বিকেলে বর্ণাঢ্য এক শোভাযাত্রা বের হয়। পরে শচীন দেবের বাড়িতে বেলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেন জেলা প্রশাসক আমিরুল কায়সারসহ জনপ্রতিনিধি সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিক্ষার্থীসহ নানা শ্রেণিপেশার মানুষ।
মেলার প্রথম দিনে ছিল আলোচনা সভা, সংগীতানুষ্ঠান, কবিতা পাঠ ও নৃত্য পরিবেশনা। অনুষ্ঠানে আলোচকরা বলেন, শচীন দেব বর্মণ শুধু সংগীতের জগতে এক অনন্য নামই নন, তিনি কুমিল্লার গৌরব। তাঁর স্মৃতি ও সৃষ্টি প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জেলা প্রশাসন জানায়, আগামীকাল মেলার দ্বিতীয় দিনে থাকছে কুমিল্লার স্থানীয় শিল্পীদের পরিবেশনা, প্রদর্শনী এবং শচীন দেব বর্মণের জনপ্রিয় গান নিয়ে বিশেষ আয়োজন।
জন্মভিটায় দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকা শচীন দেব বর্মণ স্মৃতি ভবনটি সম্প্রতি সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে। মেলাকে কেন্দ্র করে সেখানে উৎসবের আমেজ লক্ষ করা গেছে। মহান এই শিল্পীর স্মৃতি দেখতে ও শ্রদ্ধা জানাতে জেলার বিভিন্ন স্থান থেকে সংগীতপ্রেমীরা আসছেন।
স্থানীয়রা বলছেন, এমন আয়োজন প্রতিবছর নিয়মিত হলে শচীন দেব বর্মণের জন্মভিটা হয়ে উঠবে এক অনন্য সাংস্কৃতিক কেন্দ্র, যা নতুন প্রজন্মকে তাঁর গান ও ভাবধারার সঙ্গে যুক্ত করবে।
মন্তব্য করুন