মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

যশোরে স্বর্ণের বারসহ একজন আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০১ জানুয়ারি ১৯৭০, ০৬:০০ এএম
আপডেট : ৩০ অক্টোবর ২০২৫, ০৮:১২ পিএম

যশোরে স্বর্ণ পাচারচেষ্টার সময় একটি বারসহ এক যুবককে আটক করেছে বিজিবি। আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১০টার দিকে সদর উপজেলার চাঁনপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে যশোর ৪৯ বিজিবি সদস্যরা। আটককৃত ব্যক্তির নাম বাসার শেখ (৩৫)। তিনি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার পদমদি গ্রামের মো. সোহেলের ছেলে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চাঁনপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বাসার শেখের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে আটক করে তল্লাশি চালানো হয়। পরে তার কোমরে বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় ১৭৩.৭৬ গ্রাম ওজনের একটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ২৬ লাখ ৮৯ হাজার ১০৯ টাকা।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাসার শেখ স্বীকার করেছেন, তিনি ঢাকা থেকে স্বর্ণ সংগ্রহ করে যশোর হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পাচারচক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় মামলা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শেরপুরে নায়ক সালমান শাহ্ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন 
শেরপুরে নায়ক সালমান শাহ্ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন 
বয়স জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে বিজিএফসিএলের দুই সাবেক শীর্ষ কর্মকর্তা আটক
বয়স জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে বিজিএফসিএলের দুই সাবেক শীর্ষ কর্মকর্তা আটক
শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব, ককটেল বিস্ফোরণ আহত ৫
শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব, ককটেল বিস্ফোরণ আহত ৫
কুষ্টিয়ায় পদ্মাচরে সন্ত্রাসী বাহিনীর হাতে নিহত লিটনের পরিবার ও স্থানীয়দের মানববন্ধন
কুষ্টিয়ায় পদ্মাচরে সন্ত্রাসী বাহিনীর হাতে নিহত লিটনের পরিবার ও স্থানীয়দের মানববন্ধন