
		৪৮ বছরের ইতিহাস ঐতিহ্য ও অগ্রগতির স্বতন্ত্র নার্সিং প্রশাসন, নার্সিং ও মিডওয়াইফারী অধিদপ্তরকে বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরে একিভূত করনের অপচেষ্টার প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মানববন্ধনটি বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ), বাংলাদেশ মিডওয়াইফারী সোসাইটি (বিএমএস) ও সরকারি কর্মচারী কল্যাণ পরিষদ (ডিজিএনএম) ময়মনসিংহ শাখার আয়োজনে অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, স্বতন্ত্র নার্সিং প্রশাসন, নার্সিং সেবা, মিডওয়াইফারী ও দীর্ঘদিন যাবৎ চলে আসা স্বাস্থ্য সেবা অধিদপ্তর বিলুপ্ত করে নতুন কোন অধিদপ্তরে সংযোজন করলে তারা তা মেনে নেবেন না, সরকার এটা থেকে সরে না আসলে পরবর্তীতে আরো কঠোর আন্দোলনের কর্মসূচি দেয়ার হুমকি দেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন বিএনএ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মো. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল হক। সেবা তত্ত্বাবধায়ক খাদিজা খাতুন,উপ সেবা হামিদা বেগম, আজাহারুল ইসলাম সোহেল, দিপু রায়, নুরুল ইসলাম উজ্জ্বল, আব্দুল মজিদ, মোহাম্মদ লুৎফুর রহমান প্রমূখ।
মন্তব্য করুন