
		দেশের না ির্সং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরে একিভূত করনের চেষ্টার প্রতিবাদ জানিয়েছেন পাবনায় কর্মরত ও প্রশিক্ষণরত শিক্ষার্থী, নার্স ও কর্মকর্তারা। গতকাল বৃহস্পতিবা (৩০ অক্টোবর) বিকেলে পাবনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল চত্বরের প্রধান ফটকের সামনে মানববন্ধন সমাবেশে ওই প্রতিবাদ জানান সংশ্লিষ্টরা।
বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) পাবনা জেলা সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মানবন্ধনে বক্তব্য রাখেন পাবনা সরকারি নার্সিং কলেজের অধ্যক্ষ মোছা. জীবন নেছা বেগম, সাধারন সম্পাদক মো. আব্দুস সামাদ, সহ-সভাপতি সাফায়েত হোসেন, নার্সিং প্রতিনিধি মোছা ইতি খাতুন, শিক্ষার্থী প্রতিনিধি সিরাজুল ইসলাম ও সংগঠনের সদস্য মো. নজরুল ইসলাম।
এ সময় বক্তারা বলেন, ৪৮ বছরের স্বতন্ত্র নার্সিং প্রশাসন ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরের সাথে সংযোগ করতে চাইছে প্রশাসন ও সরকার। বর্তমান সরকারের সংশিষ্ঠ মন্ত্রণালয় কর্র্তৃক নার্সিং ও মিডওয়াইফারিদের দাবি বাস্তবায়নের আশ্বাস প্রদানের এক ব্ছর অতিবাহিত হয়েছে। তবে কোন পদক্ষেপ নেয়নি সরকার।
এতে দায়িত্বপালনকারী সেবক সেবিকা ও মিডওয়াইফারিদের মধ্যে চরম অসন্তোষ, হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাই সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় দেশের নার্সিং ও মিডওয়াইফারি দেয়া ১০দফা দাবি বাস্তবায়নের জন্য জোর দাবি জানান তারা। একই সাথে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকার নার্সিং ও মিডওয়াইফারি অদিদপ্তরকে ভিন্ন অধিদপ্তরের সাথে স্থাপন করার চেষ্টা করা হলে কঠোর আন্দোলণের হুশিয়ারি দেন আন্দোলনকারীরা।
মন্তব্য করুন