মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

কসবা সীমান্তে ১ কোটি টাকার বেশি মূল্যের ভারতীয় পণ্য জব্দ

বৈশাখী প্রতিবেদক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ০৮:১৪ পিএম

কসবা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ১৫ লক্ষ ৩৭ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।

শুক্রবার (৩১ অক্টোবর) সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা ও কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযানে এসব পণ্য উদ্ধার করা হয়।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে প্রায় ৯৭ লক্ষ ৯২ হাজার টাকার ভারতীয় উন্নতমানের শাড়ি এবং ১৭ লক্ষ ৪৫ হাজার টাকার খাদ্য সামগ্রী। এসব পণ্য বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে সীমান্ত এলাকায় মজুদ করা হয়েছিল বলে ধারণা করছে বিজিবি।

স্থানীয় সূত্রে জানা গেছে, কসবা ও আশপাশের সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে কিছু অসাধু চক্র ভারত থেকে বিভিন্ন পণ্য চোরাই পথে দেশে আনার চেষ্টা করছে। তবে বিজিবির কঠোর নজরদারি ও নিয়মিত অভিযানের কারণে এখন এ ধরনের কার্যক্রম অনেকাংশে নিয়ন্ত্রণে এসেছে।

এ বিষয়ে সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জিয়াউর রহমান বলেন, সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে বিজিবি সর্বদা সীমান্তের নিরাপত্তা ও জনগণের আস্থার প্রতীক হয়ে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব অবৈধ ভারতীয় পণ্য জব্দ করা হচ্ছে।

তিনি আরও বলেন, চোরাচালান একটি জাতীয় ক্ষতিকর কার্যক্রম। এতে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয় এবং স্থানীয় শিল্প বাধাগ্রস্ত হয়।সীমান্তে আইনশৃঙ্খলা রক্ষা ও অবৈধ বাণিজ্য রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

বিজিবির এ কর্মকর্তা জানিয়েছেন, উদ্ধারকৃত পণ্যসমূহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তর করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শেরপুরে নায়ক সালমান শাহ্ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন 
শেরপুরে নায়ক সালমান শাহ্ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন 
বয়স জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে বিজিএফসিএলের দুই সাবেক শীর্ষ কর্মকর্তা আটক
বয়স জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে বিজিএফসিএলের দুই সাবেক শীর্ষ কর্মকর্তা আটক
শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব, ককটেল বিস্ফোরণ আহত ৫
শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব, ককটেল বিস্ফোরণ আহত ৫
কুষ্টিয়ায় পদ্মাচরে সন্ত্রাসী বাহিনীর হাতে নিহত লিটনের পরিবার ও স্থানীয়দের মানববন্ধন
কুষ্টিয়ায় পদ্মাচরে সন্ত্রাসী বাহিনীর হাতে নিহত লিটনের পরিবার ও স্থানীয়দের মানববন্ধন