
		মানিকগঞ্জে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামোর ৩১ দফার প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রচারণা সভায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এস এ জিন্নাহ কবির প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন।
শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় জেলার দৌলতপুর উপজেলার চরকাটারী ইউনিয়ন বিএনপির ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে এ প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে।
মানিকগঞ্জ-১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী এস এ জিন্নাহ কবীর বিভিন্ন দিক উল্লেখ করে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
মন্তব্য করুন