বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

মৃত ভাইয়ের সম্পত্তি দখলের পাঁয়তারা, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

বৈশাখী প্রতিবেদক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ০৭:০৪ পিএম

‎লক্ষ্মীপুরে শাহ আলম নামে এক ব্যক্তির বিরুদ্ধে নিজের মৃত ভাইয়ের সম্পত্তি দখল, মিথ্যা মামলাসহ পরিবারকে পুলিশি হয়রানির অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবার শনিবার (১ নভেম্বর) দুপুরে রায়পুর উপজেলার মোল্লার হাট এলাকায় নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন করা হয় ‎নিহত ভাইয়ের নাম শামছুল আলম,তিনি পেশায় একজন কৃষি ব্যাংক কর্মকর্তা ছিলে। ‎ ‎সংবাদ সম্মেলনে মৃত সামছুল আলমের স্ত্রী সেলিনা আক্তার বলেন, আমার শ্বশুর মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন। তবে এ ঘটনাকে হত্যা বলে আমার দেবর শাহ আলম মিথ্যা অভিযোগে মামলা করেন। এবং পুলিশকে মিথ্যা তথ্য দিয়ে আমাদেরকে হয়রানি করছে। আমার শ্বশুর ও স্বামীর ক্রয়কৃত দোকানঘরসহ সম্পত্তি জোরপূর্বকভাবে দখল করেছে। আমার পরিবারকে মিথ্যা মামলার হুমকি দিয়ে আসছে। আমাদের বাড়ির চলাচলের পথ বন্ধ করে দেয়। এ ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী পরিবার। ‎ ‎অভিযুক্ত শাহ আলম উপজেলার মোল্লার হাট এলাকার ডালী বাড়ির আবু হাশেম ডালীর ছেলে। ‎ ‎সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন, সেলিনা আক্তারের ছেলে সোহেল সামাদ, শওকত আকবর, মেয়ে খতিজা আক্তার, ননদ পারভীন আক্তার ও রাজিয়া বেগম প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সরাইলে পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নেয়ায় উত্তেজনা
সরাইলে পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নেয়ায় উত্তেজনা
উজিরপুরে কামড় দেয়া সাপ নিয়ে হাসপাতালে গৃহবধূ
উজিরপুরে কামড় দেয়া সাপ নিয়ে হাসপাতালে গৃহবধূ
এখনও পুলিশ প্রহরায় পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয় : অতিরিক্ত সচিব
এখনও পুলিশ প্রহরায় পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয় : অতিরিক্ত সচিব
শেরপু‌রে মসজিদে ঢুকে ভাংচুর, গ্রেফতার ২
শেরপু‌রে মসজিদে ঢুকে ভাংচুর, গ্রেফতার ২