
		জাতীয় নির্বাচনের আগে গণভোট না জানিয়ে দেশ নিয়ে নানা তালবাহানা ও স্বাক্ষরের মাধ্যমে জুলাই সনদ পরিবর্তনসহ দেশবিরোধী সকল ষড়যন্ত্রের প্রতিবাদে সাভারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ নভেম্বর) দুপুরে সাভার পৌর ছাত্রদলের নেতা তাজ খানের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিলটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, গণভোট ছাড়াই দেশ পরিচালনার নাম করে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে। জনগণের অজান্তে যেকোনো চুক্তি বা সনদ পরিবর্তন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি।
তারা আরও বলেন, ছাত্রদল দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও জনগণের অধিকার রক্ষায় রাজপথে ছিল, আছে এবং থাকবে। যেকোনো দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে তৃণমূলের তরুণরাই হবে প্রতিরোধের অগ্রভাগ।
কর্মসূচিতে সাভার পৌর ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন