
		‘একাত্তরের পরাজিত শক্তি ও তাদের দোসররা গণতন্ত্র ধ্বংসের চক্রান্তে লিপ্ত হয়ে নির্বাচন বানচালের অপচেষ্টা চালাচ্ছে,’ এমন মন্তব্য করেছেন জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক এটিএম এম আব্দুল বারী ড্যানী।
আজ শনিবার (১ নভেম্বর) নেত্রকোণার বারহাট্টা সদরে এক গণসংযোগ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠার চেষ্টা চলছে। জনগণের ভোটাধিকার হরণ করে দেশের গণতন্ত্রকে রুদ্ধদ্বারে ঠেলে দেওয়া হয়েছে। কিন্তু দেশপ্রেমিক জনগণ আর চুপ করে থাকবে না। জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি’র নেতৃত্বে নতুন গণজাগরণ শুরু হয়েছে।
এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামত কর্মসূচির গুরুত্ব জনগণের সামনে তুলে ধরেন। তিনি বলেন, তারেক রহমানের ৩১ দফা শুধু রাজনৈতিক ইশতেহার নয়, এটি হচ্ছে একটি ন্যায্য ও কল্যাণভিত্তিক রাষ্ট্র গঠনের রূপরেখা। এই ৩১ দফার মাধ্যমে জনগণের ন্যায়বিচার, স্বাধীন বিচারব্যবস্থা, প্রশাসনের জবাবদিহিতা ও মানুষের মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে।
গণসংযোগ কর্মসূচিতে সদর-বারহাট্টা আসনের বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতা-কর্মী অংশগ্রহণ করেন।
মন্তব্য করুন