বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

রেললাইনে হাঁটু পানি, ২ ঘণ্টা বিলম্বে ছেড়েছে বনলতা ট্রেন

বৈশাখী প্রতিবেদক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ১০:২৩ পিএম

রাতে ভারী বর্ষনের কারণে চাঁপাইনবাবগঞ্জের রেললাইনে পানি জমে থাকায় আন্তঃনগর বনলতা ট্রেনটি ২ ঘণ্টা ১৫ মিনিট বিলম্বে ছেড়ে গেছে।

শনিবার (১ নভেম্বর) এ বিলম্বের ঘটনায় এতে যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

জানা যায়, সিডিউল অনুযায়ী ট্রেনটি শনিবার সকাল ৬টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও, স্টেশনের রেললাইনে পানি জমে থাকার কারণে সকাল ৮টা ১৫ মিনিটে ছেড়ে গেছে। যাত্রীরা বলেন, রেলস্টেশনের আশপাশে ডোবা থাকার কারণে বর্ষনের পানি উপচে রেললাইনে পানি জমি যায়। এতে বনলতা এক্সপ্রেস প্রায় ২ ঘণ্টা দেরীতে ছাড়ে। এর ফলে যাত্রীরা দুর্ভোগে পড়ে।

ড্রেনেজ ব্যবস্থা না থাকার পাশাপাশি অপ্রয়োজনীয় ডোবা থাকায় পানি নিষ্কাশন হয় না। তাই রেল কর্তৃপক্ষ ও চাঁপাইনবাবগঞ্জ পৌর কর্তৃপক্ষের দ্রুত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। তারা আরো বলেন, অনেকেই অসুস্থাজনিত ও চাকুরীতে পরীক্ষার জন্য ঢাকায় যাচ্ছিলেন। কিন্তু রেললাইনে বৃষ্টির পানি জমে থাকার কারণে ট্রেন দেরীতে ছাড়ে।

চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনমাস্টার শহিদুল আলম বলেন, শনিবার সারারাত ধরে বৃষ্টি হওয়ায় স্টেশন সংলগ্ন রেললাইনে হাঁটু পানি জমে যায়। এমনকি রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটের বিভিন্নস্থানে পানি জমে ছিল। তাই বনলতা এক্সপ্রেস সকাল ৬টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও ২ ঘণ্টা ১৫ মিনিট পর ছেড়ে গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সরাইলে পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নেয়ায় উত্তেজনা
সরাইলে পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নেয়ায় উত্তেজনা
উজিরপুরে কামড় দেয়া সাপ নিয়ে হাসপাতালে গৃহবধূ
উজিরপুরে কামড় দেয়া সাপ নিয়ে হাসপাতালে গৃহবধূ
এখনও পুলিশ প্রহরায় পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয় : অতিরিক্ত সচিব
এখনও পুলিশ প্রহরায় পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয় : অতিরিক্ত সচিব
শেরপু‌রে মসজিদে ঢুকে ভাংচুর, গ্রেফতার ২
শেরপু‌রে মসজিদে ঢুকে ভাংচুর, গ্রেফতার ২