বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

চিত্রনায়ক সালমান শাহ হত্যাকারীদের শাস্তির দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ১০:১০ পিএম

বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের কিংবদন্তি চিত্রনায়ক সালমান শাহ হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ নভেম্বর) বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, তরুণ প্রজন্মের আইকন সালমান শাহ শুধু একজন শিল্পী নন, তিনি ছিলেন বাংলাদেশের চলচ্চিত্রের নবজাগরণের প্রতীক। তাঁর অকাল মৃত্যু দেশের সাংস্কৃতিক অঙ্গনের জন্য এক গভীর ক্ষত। দীর্ঘ প্রায় তিন দশক পার হলেও এখনও তাঁর মৃত্যুর রহস্যের সুরাহা হয়নি। যা সাংস্কৃতিক পরিমণ্ডলের জন্য অত্যন্ত দুঃখজনক। বক্তারা দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে শাস্তি কার্যকরের দাবি জানান।

চুয়াডাঙ্গা সালমান শাহ ভক্তকূলের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নাফিসা সুরভি। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিরণ উর রশিদ শান্ত, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শাহাবুদ্দিন আহমেদ। মানববন্ধনে সালমান শাহ ভক্তবৃন্দসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা অংশ নেন।

উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনে নিজ বাসায় রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন বাংলাদেশের চলচ্চিত্র জগতের তুমুল জনপ্রিয় নায়ক সালমান শাহ। ঘটনার পর তাঁর মা নীলা চৌধুরী ধারাবাহিক আইনি লড়াইয়ের মাধ্যমে মামলাটিকে হত্যা মামলায় রূপান্তরিত করেন। বর্তমানে সালমান শাহ’র স্ত্রী সামিরাসহ ১১ জনকে আসামি করে মামলাটি বিচারাধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সরাইলে পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নেয়ায় উত্তেজনা
সরাইলে পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নেয়ায় উত্তেজনা
উজিরপুরে কামড় দেয়া সাপ নিয়ে হাসপাতালে গৃহবধূ
উজিরপুরে কামড় দেয়া সাপ নিয়ে হাসপাতালে গৃহবধূ
এখনও পুলিশ প্রহরায় পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয় : অতিরিক্ত সচিব
এখনও পুলিশ প্রহরায় পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয় : অতিরিক্ত সচিব
শেরপু‌রে মসজিদে ঢুকে ভাংচুর, গ্রেফতার ২
শেরপু‌রে মসজিদে ঢুকে ভাংচুর, গ্রেফতার ২