মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

জনগণ ভোট দিতে পারলে বিএনপি নিশ্চিত ক্ষমতায় যাবে: এবিএম মোশাররফ

বৈশাখী প্রতিবেদক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ১২:২৬ পিএম
আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ১২:৩২ পিএম

দীর্ঘ স্বৈরশাসনের অবসানের পর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা বিএনপির আয়োজিত জনসভা অনুষ্ঠিত হয়।

শনিবার (১ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলা পরিষদ মাঠে আয়োজিত এ সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে দলে দলে যোগ দেন দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ।

দীর্ঘদিন পর রাঙ্গাবালীর মাটিতে এমন স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেন, “আমরা শুধু এই বার্তাটি দিতে চাই—গত ১৫ বছর একটি দল ক্ষমতায় থেকে মানুষের অধিকার কেড়ে নিয়েছে, সম্পদ লুট করেছে এবং সাধারণ মানুষকে নানা ভাবে নির্যাতন করেছে।

কিন্তু শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আমাদের নেতাকর্মীরাই জনগণের পাশে দাঁড়িয়েছে, হিন্দু ভাইদের মন্দির পাহারা দিয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান রক্ষা করেছে, বিপদে-আপদে মানুষের পাশে থেকেছে। আগামী দিনেও বিএনপি জনগণের পাশে থাকবে, এজন্য দরকার আপনাদের সহযোগিতা ও সমর্থন।”

তিনি আরও বলেন, “আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্পষ্ট করে বলেছেন—আপনি তখনই নেতা, যখন জনগণ আপনার সঙ্গে থাকবে। আগামীতে যদি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয় এবং জনগণ ভোট দিতে পারে, তাহলে ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করবে।”

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার পতনের পর বিএনপি নেতাকর্মীরা জনগণের পাশে দাঁড়িয়েছে। তাই অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি ইনশাল্লাহ ক্ষমতায় যাবে বলেও মন্তব্য করেন তিনি।

চাকরিপ্রত্যাশী তরুণদের বিষয়ে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে লেখাপড়া শেষ করার পর এক বছর পর্যন্ত বেকার ভাতা দেওয়া হবে জনসভায় সভাপতিত্ব করেন রাঙ্গাবালী উপজেলা বিএনপির সভাপতি আবদুর রহমান ফরাজি। সভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশীদ হাওলাদার। এতে উপজেলা ও ইউনিয়ন পর্যায় থেকে অংশ নেন হাজার হাজার নেতাকর্মী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শেরপুরে নায়ক সালমান শাহ্ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন 
শেরপুরে নায়ক সালমান শাহ্ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন 
বয়স জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে বিজিএফসিএলের দুই সাবেক শীর্ষ কর্মকর্তা আটক
বয়স জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে বিজিএফসিএলের দুই সাবেক শীর্ষ কর্মকর্তা আটক
শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব, ককটেল বিস্ফোরণ আহত ৫
শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব, ককটেল বিস্ফোরণ আহত ৫
কুষ্টিয়ায় পদ্মাচরে সন্ত্রাসী বাহিনীর হাতে নিহত লিটনের পরিবার ও স্থানীয়দের মানববন্ধন
কুষ্টিয়ায় পদ্মাচরে সন্ত্রাসী বাহিনীর হাতে নিহত লিটনের পরিবার ও স্থানীয়দের মানববন্ধন