
		রাজবাড়ীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কায় মোটরাইকেল আরোহী কিশোর নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে মোটরসাইকেল চালক। আজ রোববার সকালে রাজবাড়ী ফয়ার সার্ভিস অফিসের সামনে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এঘটনা ঘটে। নিহত ওই কিশোরের নাম রিয়াদ আলী শেখ। সে সদর উপজেলার দাদশি ইউনিয়নের বড়দোয়াল গ্রামের রহমত আলী শেখের ছেলে। আহত মোটর সাইকেল চালক রওনক সরকারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাইওয়ে পুলিশ জানায়, নিহত রিয়াদ আলী ও আহত রওনক সকালে শ্রীপুর বাজারে একটি বেকারি কারখানায় শ্রমিক ছিলো। সকাল সাড়ে ৯ টার দিকে মোটরসাইকেল যোগে রাজবাড়ী বাজারে যাচ্ছিলো তারা। পথে ফায়ার সার্ভিস অফিসের সামনে পৌছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারে ধাক্কা খেয়ে গুরুত্বর আহত হয়। সে সময় ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে রাজবাড়ী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রিয়াদকে মৃত ঘোষণা করেন। অতিরিক্ত গতির কারণে এই দুর্ঘটনা বলে প্রাথমিক ধারণা পুলিশের।
মন্তব্য করুন