
		নরসিংদীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে ।আজ রোববার (২ নভেম্বর) সকালে রায়পুরা থানায় ওই মামলা করেন নিহতদের মা জোসনা বেগম। পুলিশ এই ঘটনায় অভিযুক্ত নিহতদের চাচী শরীফা বেগম, চাচাতো বোন আরজিনা ও আসমা আক্তারকে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, গতকাল শনিবার (১ নভেম্বর) দুপুরে রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি এলাকায় ২০ বছর পূর্বের পাওনা ১৭শত টাকার প্রেক্ষিতে বাড়ির জমি দাবি করার ঘটনায় রায়পুরার চরসুবুদ্ধি এলাকার মৃত আবু তাহেরের ছেলে হরুণ মিয়া ফোরা (৪০) এবং তার ছোট ভাই শাকিল মিয়া (২০)। তাদেরই চাচাতো ভাইদের দেশীয় অস্ত্রের আঘাতে নিহত হয়। ঘটনার পর পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি হত্যাকন্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার এবং জিজ্ঞাসাবাদের জন্য তিনজকে আটক করে। পরবর্তীতে বাদী পক্ষের আরজির প্রেক্ষিত নিহত দুই ভাইয়ের চাচী শরীফা বেগম, চাচাতো বোন আরজিনা ও আসমা আক্তারকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান, রায়পুরা থানায় দায়ের করা মামলায় নিহতদের চাচা আব্দুল আউয়াল, চাচাতো ভাই রিপন, শিপন, চাচী শরীফা বেগমসহ ১১ জনের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করা হয়েছে। এদিকে নিহতদের মরদেহ ময়নাতদন্ত শেষে আজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্য করুন