বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

মুন্সীগঞ্জে ‘ভূমিকথা’ পুস্তিকা নিয়ে কুইজ, সেমিনার ও পুরস্কার বিতরণ

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০১ জানুয়ারি ১৯৭০, ০৬:০০ এএম
আপডেট : ০৩ নভেম্বর ২০২৫, ১০:৫০ পিএম

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে জেলা প্রশাসনের উদ্যোগে ভূমি সংক্রান্ত প্রকাশিত ‘ভূমিকথা’ পুস্তিকাকে ঘিরে বর্ণাঢ্য কুইজ প্রতিযোগিতা, সেমিনার ও পুরস্কার বিতরণ করা হয়েছে। আজ সোমবার (৩ নভেম্বর) সকাল ১০-৩০ মিনিটে উপজেলার বালিগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরীফ উল্ল্যাহ। টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওয়াজেদ ওয়াসিফ এর সঞ্চালনায় এসময় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

কুইজ প্রতিযোগিতায় উপজেলার সাতটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। ‘ভূমিকথা’ পুস্তিকার বিভিন্ন বিষয়বস্তু নিয়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে বালিগাঁও উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় স্থান বেতকা উচ্চ বিদ্যালয়, এবং তৃতীয় স্থান আউটশাহী রাধানাথ উচ্চ বিদ্যালয়।

বিজয়ী ১০ শিক্ষার্থীকে প্রাইজবন্ড এবং প্রথম ৩জনের মাঝে ক্রেস্ট ও প্রাইজবন্ড, সনদ ও বই পুরস্কার প্রদান করা হয়। এছাড়া অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর মাঝে ‘ভূমিকথা’ পুস্তিকার বিনামূল্যে কপি বিতরণ করা হয়।

কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিদ্যালয়গুলো হলো-সোনারং সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, স্বর্ণগ্রাম রাধানাথ উচ্চ বিদ্যালয়, দিঘিরপাড় অভয়চরণ বিদ্যানিকেতন, বেতকা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, আউটশাহী রাধানাথ উচ্চ বিদ্যালয়, বালিগাঁও উচ্চ বিদ্যালয় ও পুরা দুর্গা চরণ উচ্চ বিদ্যালয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সরাইলে পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নেয়ায় উত্তেজনা
সরাইলে পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নেয়ায় উত্তেজনা
উজিরপুরে কামড় দেয়া সাপ নিয়ে হাসপাতালে গৃহবধূ
উজিরপুরে কামড় দেয়া সাপ নিয়ে হাসপাতালে গৃহবধূ
এখনও পুলিশ প্রহরায় পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয় : অতিরিক্ত সচিব
এখনও পুলিশ প্রহরায় পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয় : অতিরিক্ত সচিব
শেরপু‌রে মসজিদে ঢুকে ভাংচুর, গ্রেফতার ২
শেরপু‌রে মসজিদে ঢুকে ভাংচুর, গ্রেফতার ২