
নাটেরে এনসিপির নবগঠিত কমিটির পরিচিতি সভা উপলক্ষে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য প্রদান, বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৩ নভেম্বর) সকালে এ উপলক্ষে নবগঠিত কমিটি শহরের জেলা সরকারি মনোগ্রন্থাগারের সামনে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে গাছের চারা রোপন শেষে নিজ কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হন।
জেলা আহ্বায়ক আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা সদস্য সচিব সার্জিস কাদের বাবু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন। এছাড়াও দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।
মন্তব্য করুন