
		অসুস্থ শ্রমিককে ছুটি না দেওয়া, চিকিৎসার অভাবে মৃত্যুবরণের অভিযোগ তুলে এর প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। আজ সোমবার (৩ নভেম্বর) সকালে মহাসড়কের নারায়ণগঞ্জের মদনপুর অংশে অবরোধ করা হয়।এতে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে সৃষ্টি হয় তীব্র যানজটের। পরে আইনশৃঙ্খলা বাহিনীর বিচারের আশ্বাসে দেড় ঘন্টা পর মহাসড়ক থেকে সরে যায় বিক্ষুব্ধ শ্রমিকরা।
জানা গেছে, বন্দর উপজেলার মদনপুরে অবস্থিত লারিজ ফ্যাশন লিমিটেডের নামে একটি রপ্তানী মুখি গার্মেন্টসের এক নারী শ্রমিক অসুস্থ অবস্থায় ডিউটি করে যাচ্ছিলেন। গতকাল তিনি অসুস্থতা বোধ করলে কর্তৃপক্ষের কাছে ছুটির আবেদন করেন। তবে কর্তৃপক্ষ তার আবেদনে কোনো সাড়া না দিয়ে কাজ করে যেতে বাধ্য করেন। পরে সোমবার সকালে কাজ করার সময় অসুস্থ হয়ে ফ্লোরে লুটিয়ে পড়লে সহকর্মীরা গুরুতর অবস্থার তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অবরোধকারী শ্রমিকদের অভিযোগ এ মৃত্যুর জন্য মালিকপক্ষ দায়ী। বন্দর থানার অফিসার ইনচার্জ লিয়াকত আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের বুঝিয়ে সড়ক থেকে সড়িয়ে দেন। সড়কে যান চলাচল স্বাভাবিক ও পরিস্থিতি এখন শান্ত রয়েছে। বিষয়টি নিয়ে আলোচনার মাধ্যমে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য করুন