মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

নিজের পাতা ইদুর মারার ফাঁদে প্রাণ গেল কৃষকের

বৈশাখী প্রতিবেদক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ০৯:৩৭ পিএম

কেহ বৈদ্যুতিক ফাঁদ পাতলে তাৎক্ষণিক শাস্তির ব্যবস্থা করা হবে - উপজেলা নির্বাহী কর্মকর্তা।

বরিশাল উজিরপুর উপজেলার মুগাকাঠি গ্রামে নিজের পাতা ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক মুজাফর মৃধা ওরফে মুজাই মৃধা (৭৫)।

সোমবার (৩ নভেম্বর) কৃষকের মৃত্যুর ঘটনা নিশ্চিত করেন স্থানীয় পুলিশ। তিনি মুগাকাঠি গ্রামের কাশেম মৃধার পুত্র।

জানা যায়, ইঁদুরের হাত থেকে ক্ষেতের ধান রক্ষায় অন্যান্য দিনের মতো বৈদ্যুতিক ফাঁদ পেতে রেখেছিলেন বাড়ির পাশের কৃষি জমিতে। দুপুর ১২ টার সময় বিদ্যুতের লাইন বন্ধ না করে বিশেষ কাজে জমিতে গেলে অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বরণ করেন। তার মরদেহ উদ্ধার করে উজিরপুর মডেল থানা পুলিশ।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম জানান, ইঁদুর মারার জন্য বিদ্যুতের লাইন সংযোগ দিতে গিয়ে অসাবধানতা বশে বিদ্যুতায়িত হয়ে মারা যায়। আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করবো। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।

বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর উজিরপুর অফিসের সহকারী ম্যানেজার মোঃ সেলিম শেখ জানান, ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক ফাঁদ পাতা অবৈধ ও শাস্তিযোগ্য অপরাধ। এ বিষয়ে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করে আসছি। কিন্তু কৃষকরা কোনভাবেই পল্লী বিদ্যুতের নির্দেশনা মানছেন না।

উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা সংবাদ কর্মীদেরকে বলেন, যেখানেই বৈদ্যুতিক ফাঁদ পাতা হবে সেখানে মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তি প্রদান করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শেরপুরে নায়ক সালমান শাহ্ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন 
শেরপুরে নায়ক সালমান শাহ্ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন 
বয়স জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে বিজিএফসিএলের দুই সাবেক শীর্ষ কর্মকর্তা আটক
বয়স জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে বিজিএফসিএলের দুই সাবেক শীর্ষ কর্মকর্তা আটক
শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব, ককটেল বিস্ফোরণ আহত ৫
শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব, ককটেল বিস্ফোরণ আহত ৫
কুষ্টিয়ায় পদ্মাচরে সন্ত্রাসী বাহিনীর হাতে নিহত লিটনের পরিবার ও স্থানীয়দের মানববন্ধন
কুষ্টিয়ায় পদ্মাচরে সন্ত্রাসী বাহিনীর হাতে নিহত লিটনের পরিবার ও স্থানীয়দের মানববন্ধন