বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

জনগণের পাশে যে থাকবে তাকেই দল মনোনয়ন দেবে: মীর সরফত আলী সপু

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ১০:১৫ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মাঠ পর্যায়ে জরিপ পরিচালনা করছে এবং জনগণ যাকে চায়, যে জনগণের পাশে থাকবে তাকেই দল মনোনয়ন দেবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।

আজ সোমবার (৩নভেম্বর) সকালে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কুসুমপুর আজিজিয়া মাখজানুল এতিমখানা মাদ্রাসা প্রাঙ্গণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট ও কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, সম্প্রতি জামায়াতের নায়েবে আমির বিএনপির সঙ্গে আলোচনার আগ্রহ প্রকাশ করেছেন। বিএনপি হাই কমান্ড বিষয়টি অবশ্যই বিবেচনা করবে। আমরা আলোচনায় বিশ্বাসী দল। আলাপ-আলোচনার মাধ্যমেই সবকিছুর সমাধান সম্ভব। তিনি আরও বলেন, বিএনপি জনগণের দল। অতীতেও জনগণই বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় এনেছে, ভবিষ্যতেও জনগণই সেই সুযোগ সৃষ্টি করবে।

অনুষ্ঠানে মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল, সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন খান খোকন, বিএনপি নেতা নুরুজ্জামান শিকদার ও খালেক শিকদার, মুন্সীগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক প্রিন্স নাদিম, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সরাইলে পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নেয়ায় উত্তেজনা
সরাইলে পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নেয়ায় উত্তেজনা
উজিরপুরে কামড় দেয়া সাপ নিয়ে হাসপাতালে গৃহবধূ
উজিরপুরে কামড় দেয়া সাপ নিয়ে হাসপাতালে গৃহবধূ
এখনও পুলিশ প্রহরায় পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয় : অতিরিক্ত সচিব
এখনও পুলিশ প্রহরায় পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয় : অতিরিক্ত সচিব
শেরপু‌রে মসজিদে ঢুকে ভাংচুর, গ্রেফতার ২
শেরপু‌রে মসজিদে ঢুকে ভাংচুর, গ্রেফতার ২