শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

৪১ বছর পর ব্রাহ্মণবাড়িয়ায় প্রথম নারী জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান

বৈশাখী প্রতিবেদক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ০৪:০৫ পিএম
আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ০৪:০৬ পিএম

দীর্ঘ ৪১ বছরের প্রশাসনিক ইতিহাসে প্রথমবারের মতো ব্রাহ্মণবাড়িয়া জেলার জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন একজন নারী কর্মকর্তা। তিনি হলেন শারমিন আক্তার জাহান, যিনি এর আগে নড়াইল জেলার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

রবিবার (৯ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে মিজ্ শারমিন আক্তার জাহানকে ব্রাহ্মণবাড়িয়ায় নতুন জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়। একই প্রজ্ঞাপনে বর্তমান জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলমকে বদলি করে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের উপসচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

১৯৮৪ সালের ১৫ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া জেলা হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি লাভ করে। সে বছরই প্রথম জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েছিলেন মো. আনোয়ার হোসেন। এরপর চার দশক পেরিয়ে এই প্রথম কোনো নারী কর্মকর্তা জেলার সর্বোচ্চ প্রশাসনিক পদে দায়িত্ব নিতে যাচ্ছেন।

বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মিজ্ শারমিন আক্তার জাহান তাঁর কর্মদক্ষতা, নেতৃত্বগুণ ও মানবিক দৃষ্টিভঙ্গির জন্য সহকর্মী ও স্থানীয়দের মাঝে ইতোমধ্যেই প্রশংসিত হয়েছেন। নড়াইল জেলার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি নারী উদ্যোক্তা উন্নয়ন, সামাজিক নিরাপত্তা কার্যক্রম সম্প্রসারণ এবং প্রশাসনিক সেবার ডিজিটাল রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

ব্রাহ্মণবাড়িয়ার নাগরিক সমাজ নতুন জেলা প্রশাসককে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেছে যে, তাঁর নেতৃত্বে জেলা প্রশাসন আরও জনবান্ধব ও সেবা-কেন্দ্রিক হয়ে উঠবে। চার দশকের রীতিনীতি ভেঙে প্রথমবারের মতো একজন নারী কর্মকর্তা জেলা প্রশাসনের সর্বোচ্চ দায়িত্বে আসছেন—যা জেলার নারী অগ্রযাত্রা ও নেতৃত্ব বিকাশের প্রতীক হয়ে থাকবে বলে আশাবাদ নাগরিক সমাজের।

প্রশাসনের একাধিক সূত্র জানায়, খুব শিগগিরই মিজ্ শারমিন আক্তার জাহান ব্রাহ্মণবাড়িয়ায় আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কনকনে ঠান্ডায় ম্যারাথন দৌড়ে সাড়ে ৬ হাজার প্রতিযোগী
কনকনে ঠান্ডায় ম্যারাথন দৌড়ে সাড়ে ৬ হাজার প্রতিযোগী
বগুড়ায় ‘জ্বিনের বাদশা’ গ্রেফতার
বগুড়ায় ‘জ্বিনের বাদশা’ গ্রেফতার
আলীকদমে ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন অনুষ্ঠিত
আলীকদমে ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন অনুষ্ঠিত
হবিগঞ্জে রত্না সেতু ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন
হবিগঞ্জে রত্না সেতু ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন