
বিএনপি'র কেন্দ্রীয় সংসদের ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেছেন ‘শক্তিশালী যুব সমাজ গড়তে মাদককে না বলুন এবং শিক্ষাকে হ্যাঁ বলুন’। তিনি আজ খালিশপুর থানা ছাত্রদল আয়োজিত ২৪এর গণ অদ্ভুত্থানের শহীদদের স্মরণে আন্ত স্কুল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
টুর্নামেন্টের উদ্বোধনী ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপি'র সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তুহিন,সাংগঠনিক সম্পাদক শেখ সাদী,সাবেক যুগ্ম আহবায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন,খুলনা জেলা বিএনপির অ্যাডভোকেট মামরেজুল ইসলাম, বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন সহ বিদ্যালয় শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে এ অঞ্চলের ২০টি মাধ্যমিক বিদ্যালয়ের টিম অংশগ্রহণ করবে।
উদ্বোধনী ম্যাচ প্রভাতী মাধ্যমিক বিদ্যালয় বনাম নিউজপ্রিন্ট মাধ্যমিক বিদ্যালয় টিমের মধ্যে খেলায় দুই তিন গোলে নিউজপ্রিন্ট মাধ্যমিক বিদ্যালয় দল জয় লাভ করে। বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি।
মন্তব্য করুন