
সাভারে বাংলাদেশ অর্গানিক ফারমার্স এন্ড রিটেলার্স এসোসিয়েশন (বোফরা) আয়োজিত অর্গানিক খাদ্য পণ্য, কৃষি পণ্য প্রদর্শনী এবং শিল্প-বাণিজ্য মেলার অনুমতি বাতিল করে বন্ধ করার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসক। অনুমতির শর্তাবলী উপেক্ষা করে অন্য স্থানে মেলা বসানোসহ বেশ কিছু অভিযোগে মেলাটি বন্ধের নির্দেশ জারি করে প্রশাসন।
গতকাল সোমবার বিকেলে অর্গানিক খাদ্য পণ্য, কৃষি পণ্য প্রদর্শনী এবং শিল্প-বাণিজ্য মেলা টি বন্ধের নির্দেশ বাস্তবায়ন করেন সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল আমিন। এ সময় মেলাটি বন্ধের নির্দেশ প্রদান করেন তিনি।
এর আগে ১০ নভেম্বর ঢাকা জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার এস এম আব্দুল্লাহ-বিন-শফিক স্বাক্ষরিত পরিপত্রে মেলার অনুমিত বাতিল করা হয়। পরিপত্রে সাভার উপজেলা নির্বাহি কর্মকর্তাকে মেলা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানানো হয়। এর আগে চলতি মাসের ১ তারিখে মেলার অনুমতি দেয় প্রশাসন।
ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের বিচার বিভাগ থেকে জারি করা পরিপত্রে বলা হয়, সাভারের তারাবো খেলার মাঠে মেলাটি আয়োজনের জন্য বোফরার সভাপতি জাহাঙ্গীর আল তুষারকে শর্তসাপেক্ষে অনুমতি দেয়া হয়। শর্ত উপেক্ষা করে মেলা পরিচালনার দায়ে মেলার অনুমতি বাতিল করা হলো।
মন্তব্য করুন