শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

অস্ত্র-গুলিসহ সুন্দরবনের ‘দুলা ভাই’ বাহিনীর দুই দস্যু আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ০৮:৫৯ পিএম

সুন্দরবনের শ্যামনগর ও কয়রায় পৃথক অভিযানে দেশী-বিদেশী আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ দুলা ভাই বাহিনীর দুই দস্যুকে আটক করেছে কোস্টগার্ড। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোলায়মান ও মামুন কয়াল নামে এই দুই দস্যুকে আটক করা হয়।

কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আবরার হাসান জানান, অভিযানের সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুরা বনের ভিতর পালানোর চেষ্টা করলে শনিবার রাতে কোস্ট গার্ডের সাথে দস্যুদের আধাঘন্টা ব্যাপী গুলিবিনিময় হয়। পরে আভিযানিক দল ধাওয়া করে একটি একনলা বন্দুক, একটি ৯ এমএম পিস্তল, একটি ওয়ান শুটার গান এবং ৮ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধারসহ দস্যু সোলেয়মানকে গ্রেফতার করে।

পরে মঙ্গলবার সুন্দরবনের কৈখালি বাজার এলাকা থেকে দস্যু মামুন কয়ালকে অস্ত্র ও গোলাবারুদসহ গেপ্তার করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কনকনে ঠান্ডায় ম্যারাথন দৌড়ে সাড়ে ৬ হাজার প্রতিযোগী
কনকনে ঠান্ডায় ম্যারাথন দৌড়ে সাড়ে ৬ হাজার প্রতিযোগী
বগুড়ায় ‘জ্বিনের বাদশা’ গ্রেফতার
বগুড়ায় ‘জ্বিনের বাদশা’ গ্রেফতার
আলীকদমে ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন অনুষ্ঠিত
আলীকদমে ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন অনুষ্ঠিত
হবিগঞ্জে রত্না সেতু ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন
হবিগঞ্জে রত্না সেতু ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন