শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

দীর্ঘ ১১ বছর ভারত থেকে দেশে ফিরল সেই শান্ত্বনা

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০১ জানুয়ারি ১৯৭০, ০৬:০০ এএম
আপডেট : ১১ নভেম্বর ২০২৫, ০৯:০৯ পিএম

ভারতে পাচারের শিকার শান্ত্বনা বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন। শান্ত্বনা দীর্ঘ ১১ বছর নিখোঁজ ছিল। মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন।

ফেরত আসা নারী শান্ত্বনা বেগম (৪৫) গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার উত্তর রাজিবপুর গ্রামের আবুল সালামের মেয়ে। তার স্বামী স্থানীয় একটি আদালতে মহুরীর কাজ করতেন।

বেনাপোল চেকপোস্টের ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক তাজুল ইসলাম বলেন, ‘ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে ফেরত আসা শান্ত্বনাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে জাস্টিস অ্যান্ড কেয়ার নামের এনজিও সংস্থা তাকে পরিবারের কাছে হস্তান্তর করবে।’

বোন তার বোনকে এবং সন্তান তার মাকে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়ে। ভারতের পশ্চিমবঙ্গের ঈশ্বর সংকল্প নামের একটি বেসরকারি সংস্থার সমন্বয়ক তপন প্রধানকে ও বাংলাদেশের ফটো সাংবাদিক শামসুল হুদাকে শান্ত্বনার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে। এই দুজনার প্রচেষ্টায় মানসিক প্রতিবন্ধী বোন শান্ত্বনাকে আজ দেশে ফেরত আনা সম্ভব হয়েছে। শান্ত্বনাকে পেয়ে পরিবারের লোকজন খুব খুশি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কনকনে ঠান্ডায় ম্যারাথন দৌড়ে সাড়ে ৬ হাজার প্রতিযোগী
কনকনে ঠান্ডায় ম্যারাথন দৌড়ে সাড়ে ৬ হাজার প্রতিযোগী
বগুড়ায় ‘জ্বিনের বাদশা’ গ্রেফতার
বগুড়ায় ‘জ্বিনের বাদশা’ গ্রেফতার
আলীকদমে ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন অনুষ্ঠিত
আলীকদমে ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন অনুষ্ঠিত
হবিগঞ্জে রত্না সেতু ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন
হবিগঞ্জে রত্না সেতু ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন