শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামীণ ব্যাংকসহ কুটিবাজারে ভয়াবহ অগ্নিসংযোগ

বৈশাখী প্রতিবেদক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ০১:৫২ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে। অন্যদিকে কসবা উপজেলার ঐতিহ্যবাহী কুটিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।

দুুটি ঘটনাই ঘটেছে মঙ্গলবার দিবাগত রাতে (১২ নভেম্বর)।

রাত দুইটার দিকে চান্দুরা বাজার এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের শাখায় এ ঘটনায় আসবাবপত্রসহ গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। তবে সৌভাগ্যক্রমে টাকার ভল্টের কোনো ক্ষতি হয়নি।

ব্রাঞ্চের ম্যানেজার মো. কলিম উদ্দিন জানান, রাতের কোনো একসময় অজ্ঞাত দুর্বৃত্তরা বাইরে থেকে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেয়। নাইটগার্ড বিষয়টি টের পেয়ে দ্রুত ব্যাংক কর্মকর্তাদের খবর দেন। পরে স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করেন।

খবর পেয়ে বিজয়নগর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই ব্যাংকের কাঠের আসবাবপত্র, ফাইল, কাগজপত্রসহ ভেতরের বেশ কিছু অংশ পুড়ে যায়।

ম্যানেজার কলিম উদ্দিন বলেন, এ ঘটনায় টাকার ভল্ট সম্পূর্ণ নিরাপদ রয়েছে। তবে অফিসের ভেতরের বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র ও আসবাবপত্র পুড়ে নষ্ট হয়েছে। বিষয়টি থানায় লিখিতভাবে জানানো হবে।

স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে। কে বা কারা এই অগ্নিসংযোগের সঙ্গে জড়িত তা এখনও জানা যায়নি। পুলিশ ঘটনাটি তদন্ত করছে বলে জানিয়েছেন বিজয়নগর থানা অফিসার ইনচার্জ মো: শহিদুল ইসলাম।

এদিকে কুটিবাজারে গভীর রাতে আগুনে প্রায় কোটি টাকার বেশি মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের ফার্মেসি, ইলেকট্রনিক্স, কনফেকশনারি ও মুদি দোকানসহ মোট ১০টি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কসবা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও আখাউড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিটসহ মোট চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে টানা দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, রাতের বেলা হঠাৎ আগুন ছড়িয়ে পড়ায় কেউ দোকান থেকে মালামাল বের করতে পারেনি। অনেকের জীবনের সমস্ত সঞ্চয় এক নিমিষে শেষ হয়ে গেছে। তারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সরকারি সহযোগিতা কামনা করেছেন।

কসবা ফায়ার সার্ভিসের লিডার নাজমুল হুদা বলেন, স্থানীয়দের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। কসবা ও আখাউড়ার চারটি ইউনিটের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

তিনি আরও জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কনকনে ঠান্ডায় ম্যারাথন দৌড়ে সাড়ে ৬ হাজার প্রতিযোগী
কনকনে ঠান্ডায় ম্যারাথন দৌড়ে সাড়ে ৬ হাজার প্রতিযোগী
বগুড়ায় ‘জ্বিনের বাদশা’ গ্রেফতার
বগুড়ায় ‘জ্বিনের বাদশা’ গ্রেফতার
আলীকদমে ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন অনুষ্ঠিত
আলীকদমে ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন অনুষ্ঠিত
হবিগঞ্জে রত্না সেতু ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন
হবিগঞ্জে রত্না সেতু ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন