শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

শেরপুরে অনূর্ধ্ব-১৬ বালক-বালিকাদের দাবা প্রতিযোগিতা 

বৈশাখী প্রতিবেদক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ০৫:৪৭ পিএম
আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ০৫:৪৯ পিএম

শেরপুরে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে অনূর্ধ্ব-১৬ বালক-বালিকাদের দাবা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) শেরপুর শহরের জিকে পাইলট উচ্চ বিদ্যালয় হলরুমে জাতীয় ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় অনুষ্ঠিত এই দাবা প্রতিযোগিতা উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স।

জেলা ক্রীড়া অফিসার ধীরেন্দ্র চন্দ্র সরকার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জিকে পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মঞ্জুরুল হক,‌ জেলা ক্রীড়া সংস্থার সদস্য ফরিদ আহমেদ লুলু, সাংবাদিক রফিক মজিদ, মো: জিন্নত আলী, জেলা ফুটবল এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ রবিউল করিম মণি ও শেরপুর জেলার সাবেক খেলোয়াড় মোঃ আব্দুল মান্নান।

দাবা প্রতিযোগিতায় ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৩ জন বালক ও ১৪ বালিকা অংশগ্রহণ করেন। বালকদের দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় শেরপুর ভিক্টোরিয়া একাডেমীর সপ্নীল বনিক এবং রানার্স-আপ হয় জি. কে পাইলট উচ্চ বিদ্যালয়ের ফারদিন রাইয়ান অনন্য। বালিকাদের দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের জোবায়দা এবং রানার্স-আপ হয় মডেল গালর্স ইনস্টিটিউ এর সানজিদা আক্তার।

প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ বালক ও বালিকাদের মাঝে ট্রফি ও সনদপত্র প্রদান করা হয়। খেলা পরিচালনায় ছিলেন বিভিন্ন বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কনকনে ঠান্ডায় ম্যারাথন দৌড়ে সাড়ে ৬ হাজার প্রতিযোগী
কনকনে ঠান্ডায় ম্যারাথন দৌড়ে সাড়ে ৬ হাজার প্রতিযোগী
বগুড়ায় ‘জ্বিনের বাদশা’ গ্রেফতার
বগুড়ায় ‘জ্বিনের বাদশা’ গ্রেফতার
আলীকদমে ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন অনুষ্ঠিত
আলীকদমে ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন অনুষ্ঠিত
হবিগঞ্জে রত্না সেতু ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন
হবিগঞ্জে রত্না সেতু ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন