
বরিশালের উজিরপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা কমিটির ও উপজেলা পরিষদের উদ্যোগে মাসিক সভা আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১১ টায় উজিরপুর উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন শৃংখলা বাহিনীর সদস্যসহ সাংবাদিকরা।
সভায় বক্তব্য রাখেন উজিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হুমায়ুন খানউজিরপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কপিল বিশ্বাস,উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার,উপজেলা প্রকৌশলী সুব্রত রায়, উজিরপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ফারুক হোসেন, গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. শামীম শেখ,উপজেলার সমাজ সেবা কর্মকর্তা আবুল কালাম আজদ,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহান,যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. নূর হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ মেহেদী হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাকিবুল ইসলাম, সিনিয়র সাংবাদিক মো. মাহফুজুর রহনান মাসুম,সাংবাদিক নাজমুল হক মুন্না, সাংবাদিক মো. কাওসারসহ বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যানের পক্ষে প্যানেল চেয়ারম্যান, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও তাদের প্রতিনিধিরা।
মন্তব্য করুন