
		মাদারীপুরে আবহাওয়া অনুকূলে থাকায় বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। এতে খুশি কৃষকরা। ধান কাটা-মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা।
কৃষকরা জানান, এক বিঘা জমিতে ৮ থেকে ৯ হাজার টাকা খরচ করে ২৫ থেকে ৩৩ মন উচ্চ ফলনশীল বোরো ধান পাচ্ছেন চাষীরা। এতে কৃষকরা লাভবান হচ্ছেন। ইতিমধ্যে ৫০ শতাংশেরও বেশি জমির ধান কাটা হয়েছে। ধানের দাম মৌসুমের প্রথম দিকে কিছুটা কম থাকলেও বর্তমানে বাজারে ভালো দাম পাচ্ছেন কৃষকরা।
উন্নত জাতের ধান চাষ করে কৃষকরা কাঙ্খিত ফলন পেতে যাচ্ছে বলে জানিয়েছেন মাদারীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক জীবাংশু দাশ।
জেলায় এ বছর ৩২ হাজার ৯শত ৬০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়। এর মধ্যে হাইব্রিড ৮ হাজার ৮শত ৯৫ হেক্টর, উফশী ২ হাজার ৩ শত ৮৯ হেক্টর ও স্থানীয় জাতের ১৭৫ হেক্টর জমিতে আবাদ হয়েছে।
মন্তব্য করুন