মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

শরীয়তপুরে কৃষি জমি নিয়ে বিপদে কৃষকেরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৭ মে ২০২৫, ০৮:৩০ পিএম

শরীয়তপুরে কৃষি জমি নিয়ে রীতিমতো বিপদে পড়েছেন কৃষকেরা। প্রকাশ্যে জমি থেকে মাটি কেটে তৈরি করা হচ্ছে মাছের ঘের। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে, কাটা হচ্ছে কৃষি জমির মাটি। এতে এক দিকে যেমন নষ্ট হচ্ছে ফসলী জমি, অন্য দিকে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা।

শরীয়তপুরের ভেদেরগঞ্জ উপজেলার চর কোড়ালতলী এলাকার বিস্তীর্ণ ফসলের মাঠ এটি। সারাবছর এতে আবাদ করা হয় ধান, পাট, গম সহ রবি শস্য। তবে সম্প্রতি, প্রভাবশালী বেশ কিছু চক্র সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কাটছেন কৃষকের কৃষি জমি। এতে দিন দিন কমছে আবাদি কৃষি জমির পরিমান। সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা।

শুধু ভেদেরগঞ্জ উপজেলারই নয় নড়িয়া, গোসাইর হাট সহ প্রতিটি উপজেলায় এই একই দৃশ্য। সরকারি নিষেধাজ্ঞা থাকলেও, তা মানছেন না কেউ। তিন ফসলি জমিতে খনন যন্ত্র দিয়ে মাটি কেটে মাছের ঘের তৈরি করছেন প্রভাবশালীরা। আর অপরিকল্পিত এসব ঘের তৈরির কারণে বাড়ছে জলাবদ্ধতা। ব্যাহত হচ্ছে কৃষি উৎপাদন। প্রতিকার চেয়ে মানববন্ধন ও কৃষক সমাবেশও করেছে ভুক্তভোগী কৃষকরা।

এদিকে, শরীয়তপুরের ডামুড্যায় জোর করে কৃষি জমিতে মাছের ঘের নির্মানের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী হারুন শেখের বিরুদ্ধে। রাতের আধারে জোর পূর্বক জমি কেটে ঘের নির্মান অভিযোগ তার বিরুদ্ধে। তবে এ সব অভিযোগ অস্বীকার করেন অভিযুক্ত হারুন শেখ।

অবৈধ মাটি কাটা বন্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বুলবুল ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কেআইবি'র নির্বাচন ঘিরে বিক্ষুব্ধ কৃষিবিদদের বিক্ষোভ
কেআইবি'র নির্বাচন ঘিরে বিক্ষুব্ধ কৃষিবিদদের বিক্ষোভ
৩০ হাজার টন ইউরিয়া সার কিনবে সরকার
৩০ হাজার টন ইউরিয়া সার কিনবে সরকার
মাদারীপুরে বোরো ধানের বাম্পার ফলন
মাদারীপুরে বোরো ধানের বাম্পার ফলন