মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

কেআইবি'র নির্বাচন ঘিরে বিক্ষুব্ধ কৃষিবিদদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ১২:৩২ পিএম
আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ১২:৩৩ পিএম

কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি)-এর নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট অস্থিরতার জেরে কৃষিবিদদের সংগঠন' এগ্রিকালচারিস্টস' অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)' এর ব্যানারে বিক্ষোভ সমাবেশ করেছেন পেশাজীবি কৃষিবিদরা।গতকাল সোমবার বেলা সোয়া ৩টায় কয়েকশ কৃষিবিদ এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অংশ নেন। বিক্ষোভ মিছিলটি কেআইবি থেকে শুরু হয়ে ফার্মগেট হয়ে আবার কেআইবি কমপ্লেক্সে এসে শেষ হয়।

সমাবেশে উপস্থিত কৃষিবিদরা কেআইবি প্রশাসকের বিভিন্ন অনিয়ম দূর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে বক্তব্য রাখেন। সাধারন কৃষিবিদদের সঙ্গে কোন প্রকার যোগাযোগ ও আলোচনা না করে কেআইবি'র গঠনতন্ত্র পরিপন্থী একতর্ফা নির্বাচন কমিশন গঠনের তিব্র প্রতিবাদ জানান এবং অবিলম্বে এই কমিশন বাতিলের জন্য বিক্ষোভ প্রকাশ করেন। এরপর সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন এ্যাবের আহ্বায়ক ড. কামরুজ্জামান কায়সার, যুগ্ম-আহ্বায়ক শাহাদাত হোসেন চঞ্চল, অধ্যাপক আবুল বাশার, ড. শফিক, সদস্য সচিব শাহাদত হোসেন বিপ্লব এবং সদস্য (দপ্তরের দায়িত্ব) অধ্যাপক ড. মো. জামশেদ আলম রিপন, সিনিয়র কৃষিবিদ সাবেক কেআইবির মহাসচিব আনোয়ারুন নবী মজুমদার বাবলা, ডিএইর সাবেক ডিজি ইব্রাহিম খলিল এবং এ্যাবের সাবেক আহ্বায়ক রাশেদুল হারুন। উপস্থিত ছিলেন এ্যাবের সাবেক সদস্য সচিব মোস্তাফিজুর রহমানসহ কেন্দ্রীয় ও বিভিন্ন চ্যাপটার কমিটির নেতৃবৃন্দ।

সমাবেশে এ্যাব নেতারা বলেন, সাধারণ কৃষিবিদদের অগোচরে এবং মেয়াদোত্তীর্ণ প্রশাসকের পক্ষপাতে একতরফাভাবে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এই একতরফা কমিশন বাতিল, অবৈধ তফসিল বাতিল এবং স্বেচ্ছাচারী প্রশাসকের অপসারণের দাবি জানান তারা। কৃষিবিদ সমাজের বৃহৎ অংশকে অন্ধকারে রেখে তড়িঘড়ি করে একটি কমিশন গঠন ও তফসিল ঘোষণা করা হয়েছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী, তারা অবিলম্বে এই প্রক্রিয়া স্থগিত করে সকলের মতামতের ভিত্তিতে নতুন করে নির্বাচন কমিশন গঠন করার দাবি জানান তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
৩০ হাজার টন ইউরিয়া সার কিনবে সরকার
৩০ হাজার টন ইউরিয়া সার কিনবে সরকার
শরীয়তপুরে কৃষি জমি নিয়ে বিপদে কৃষকেরা
শরীয়তপুরে কৃষি জমি নিয়ে বিপদে কৃষকেরা
মাদারীপুরে বোরো ধানের বাম্পার ফলন
মাদারীপুরে বোরো ধানের বাম্পার ফলন