
		নিজস্ব প্রতিবেদক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে রাজনৈতিক দলগুলো। এর ধারাবাহিকতায় শেষ পর্যন্ত ছাত্র-জনতার লড়াইয়ে বিদায় নিয়েছে ফ্যাসিবাদী সরকার। এই আন্দোলনের ভিত্তি গড়েছিলেন সাংবাদিক মাহফুজ উল্লাহ।
শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে প্রয়াত সাংবাদিক মাহফুজ উল্লাহর মরণোত্তর সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
এ দেশের সাংবাদিকদের জন্য তিনি অনুকরণীয় হয়ে থাকবেন বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। এসময় নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
মন্তব্য করুন