
		নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯৫-৯৬ ব্যাচের এলামনাই সংগঠন-‘ডুফা’ তাদের সদস্যদের কল্যাণের পাশাপাশি ডুফা প্রজন্মের জন্যও কাজ করে যাচ্ছে। সংগঠনটি প্রতি বছরের ন্যায় এবারও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ডুফা প্রজন্মকে নিয়ে প্রভাত ফেরি আয়োজন করে।
প্রভাত ফেরির নেতৃত্বে ছিলেন সংগঠনটির সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর-প্রফেসর মাহবুব কায়সার, সাধারণ সম্পাদক- মিরাজ মিঠু, প্রজন্ম বিষয়ক স্ট্যান্ডিং কমিটির কো-অর্ডিনেটর- সৈয়দা মাহমুদা ইফফাত স্বর্ণা। তাছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনটির ট্রেজারার- আশরাফুল হাসান আদনান এফ সি এ, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, আল আরাফাহ ইসলামী ব্যাংক, আই,সি,টি কো-অর্ডিনেটর-কামরুল হাসান, সাংস্কৃতিক কো-অর্ডিনেটর- আনোয়ার সোহেল, পরিবেশ বিষয়ক কো-অর্ডিনেটর- মোহাম্মদ রিয়াজুল ইসলাম, প্রফেসর, প্রাণ রসায়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ডুফা প্রজন্ম বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সদস্য- তানভীর তুলি, ইশরাত জাহান শাহানা, ইয়াসমিন আক্তার ইভা, আহসান সাদিক, হাফিজুর রহমান প্রমূখ।
ডুফা প্রজন্মের এ বছরের প্রভাত ফেরি ডুফা-কে জাতীয় পর্যায়ে নিয়ে গেছে। কেন্দ্রীয় শহীদ মিনারের ঘোষণা মঞ্চ থেকে বার বার যখন ভেসে আসছিল শহীদ মিনারে ঢাকা বিশ্ববিদ্যালয় ফ্রেন্ডস এলায়েন্স-ডুফার আগমন ধ্বনি, যা বাচ্চাদের আজীবন স্মরণে থাকবে আর ডুফা প্রজন্মসহ জাতীয় উন্নয়নে কাজ করার অনুপ্রেরণা যোগাবে।
মন্তব্য করুন